দিবসটি উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালহউদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নূরনবী চৌধুরীসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মহান স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস সংরক্ষণ করে তা আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান।
এছাড়াও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক এ দিবসটি পালন করেছে জেলা আওয়ামী লীগ।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এডি/এসএ