মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনগত রাতে শহরের গাইটাল এলাকায় পাট গবেষণা ইনস্টিটিউটের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত সাগর কিশোরগঞ্জ শহরের হারুয়া সওদাগর পাড়া এলাকার বকুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার কাতিয়ারচর এলাকায় বৈশাখী মেলায় মঙ্গলবার বিকেলে শহরের হারুয়া সওদাগর পাড়া ও বউবাজার এলাকার দু’দলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওই দিন রাতে সওদাগর পাড়ার সাগরকে শহরের পাট গবেষণা ইনস্টিটিউটের সামনের রাস্তায় প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে আটক করে। তবে তদন্তের স্বার্থে পুলিশ আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি।
নিহতের স্বজন ও এলাকাবাসীরা হত্যাকাণ্ডের জন্য হারুয়া-বউবাজার এলাকার আবু হানিফ হাসু ও তার লোকজনকে দায়ী করেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, সাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরএ