ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে বাল্যবিয়ের চেষ্টা: কনে-বরের বাবার অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, এপ্রিল ১৭, ২০১৯
সিরাজগঞ্জে বাল্যবিয়ের চেষ্টা: কনে-বরের বাবার অর্থদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বর ও কনের বাবাকে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও  সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ আদেশ দেন। এ সময় বাল্যবিয়ে বন্ধ ও বর ও কনে প্রাপ্তবয়স্ক  না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা নেয়া হয়।

    

সহকারী কমিশনার (ভূমি)  আনিসুর রহমান জানান,  সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পশ্চিম দত্তবাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও দশম শ্রেণির ছাত্রী শারমিন খাতুনের (১৫) সঙ্গে বর একই গ্রামের আবু সাইদের ছেলে আবু তালহার (২০) বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাজী কৌশলে পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা শহিদুল ইসলাম ও বরের বাবা আবু সাইদকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ১৬ এপ্রিল, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।