ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বরিশাল ও ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, এপ্রিল ১৭, ২০১৯
বরিশাল ও ঝালকাঠিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

বরিশাল: বরিশাল ও ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এর আগে সকাল ৯টায় বরিশাল নগরের সোহেল চত্ত্বরস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।  

এ সময় বরিশাল জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতেও পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।

মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।