ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে কালবৈশাখীতে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, এপ্রিল ১৭, ২০১৯
দিনাজপুরে কালবৈশাখীতে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি ঝড়ে গাছ ভেঙে বাড়ির চালে পড়ে আছে। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের এ ক্ষতি পুষিয়ে উঠতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। 

দিনাজপুর শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে দিনাজপুর শহরের ওপর দিয়ে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। ঝড়ের ফলে শহরের অনেক গাছ ভেঙে বাড়ি-ঘরের উপর পড়েছে।

ঝড়ের ফলে সদরের বিভিন্ন এলাকায় ফসলের ক্ষেত নুয়ে পড়েছে। ফলে কৃষকরা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন।  

দিনাজপুর সদর উপজেলার করিমুল্লাপুর গ্রামের কৃষক হাফিজ উদ্দীন, রামসগর গ্রামের সজিব হোসেন বাংলানিউজকে জানান, কালবৈশাখী ঝড়ের ফলে তাদের ফসলের ক্ষেত বেশিরভাগ অংশ নষ্ট হয়েছে। কেউ কেউ বর্গা নিয়ে জমি চাষ করছেন আবার কেউ কেউ ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে জমিতে ফসল চাষ করছেন। সকালে নিজের ক্ষেত দেখে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল বাংলানিউজকে জানান, দিবাগত রাতে দিনাজপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের ফলে ফসলের ক্ষেতের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে উঠতে সময় লাগবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।