ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

মুজিবনগর স্মৃতিসৌধে দিনের আনুষ্ঠানিকতা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, এপ্রিল ১৭, ২০১৯
মুজিবনগর স্মৃতিসৌধে দিনের আনুষ্ঠানিকতা শুরু মুজিবনগর স্মৃতিসৌধে পতাকা উত্তোলন করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। 

বুধবার (১৭ এপ্রিল) সকালে পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আতাউল গনি।  

এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এছাড়াও চলছে মঞ্চ তৈরির কাজ। সকাল ৯টায় মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। সঙ্গে থাকবেন প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ মন্ত্রীবর্গ ও কেন্দ্রীয় নেতারা। সকাল ১০টায় গীতি নাট্য ‘বদলে যাও বদলে দাও’। সকাল ১০টা ৩৫ মিনিটে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তবে গতরাতে কালবৈশাখী ঝড়ে সভাস্থল আম্রকাননে গাছের ডালপালা ভেঙে পড়েছে। এখন নতুন করে চলছে মঞ্চ তৈরি ও পরিষ্কারের কাজ।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।