ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

শৈলকুপায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, এপ্রিল ১৭, ২০১৯
শৈলকুপায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর গ্রামে রতন মণ্ডল (৪১) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন । এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।  

নিহত রতন ওই গ্রামের রায়হান মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- কবির মণ্ডল, দুলাল মণ্ডল, তৈয়ব আলী, সেকেন মণ্ডল,  বাচ্চু মণ্ডল ও আনোয়ার হোসেন মণ্ডল।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময় বসন্তপুর গ্রামের সেকেন্দার আলীর একটি গাছ চাচাতো ভাই ওলিয়ার রহমানের বাড়ির বাথরুমের উপর পড়ে। এ ঘটনার জের ধরে বুধবার সকালে সেকেন্দার ও ওলিয়ারের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওলিয়ারের লোকজন সেকেন্দার সমর্থক রতনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
  
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।