ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, এপ্রিল ১৭, ২০১৯
তেঁতুলিয়ায় ট্রলিচাপায় শিশুর মৃত্যু 

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাওয়ার ট্রলিচাপায় আব্দুল কাদের (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মাগুরমাড়ি চৌরাস্তা এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল কাদের ওই এলাকার ভ্যানচালক আনিছুর রহমানের ছেলে।

 

ডাঙ্গাপাড়া এলাকার হায়দার মেম্বার বাংলানিউজকে জানান, সন্ধ্যায় দুই/তিনজন বাচ্চার সঙ্গে ধানক্ষেতে খেলা করছিল কাদের। এ সময় প্রতিবেশী দাদা সরবাতুরের পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়নি। মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।