‘স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই দেশের টেকসই উন্নয়ন ও সব অপশক্তি নিমূর্লে তাদের হস্তক্ষেপ দরকার।
‘আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র্য থাকতে পারে না’-এ স্লোগান নিয়ে জাতীয় স্বেচ্ছাব্রতী সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গারে জাতীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকায় একটি বেসরকারি সংস্থার আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সজলের সভাপতিত্বে সভায় জাতীয় ফোরামের সদস্য এবং ৩২টি জেলা থেকে আগত জেলা সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় সমন্বয়ক গণ অংশগ্রহণ করেন।
সভায় ইয়ুথ এন্ডিং হাঙ্গারের গত বছরের কার্যক্রম পর্যালোচনা, নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ ও জাতীয় যুব সম্মেলন আয়োজন করার ওপর আলোচনা হয়।
১৯৯৫ সাল থেকে ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী সমাজ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সংগঠনটি। যুবকদের পারস্পরিক সম্পর্ক ও দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক সমাজ পরিবর্তনে প্রশিক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি, কর্মশালা, সভা ও সেমিনার, মানববন্ধন, গোলটেবিল বৈঠক, অ্যাডভোকেসি বিভিন্ন কর্মসূচি গ্রহন ও বাস্তবায়ন করছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরএ