মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাগিরহাট এলাকার কুমার নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
ধারণা করা হচ্ছে অন্য কোথা থেকে ওই বৃদ্ধের মরদেহ ভেসে এখানে চলে এসেছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
জিপি