ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, এপ্রিল ১৬, ২০১৯
বোরহানউদ্দিনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোলা-চরফ্যাশন সড়কের বোরহানগঞ্জ সংলগ্ন মেম্বার বাড়ির দরজা (টবগী ২ নং ওয়ার্ড) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রবিউল ইসলাম বাংলাবাজার পল্লী বিদ্যুতের ওয়ারিং ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

তার বাড়ি বগুড়ায়, তিনি শাহিনুর ইসলামের ছেলে ও এক সন্তানের জনক।

স্থানীয়রা জানান, সকালে পেশাগত কাজ করতে মোটরসাইকেলে করে লালমোহন থেকে বাংলাবাজারের দিকে যাচ্ছিলেন রবিউল। এ সময় হঠাৎ করে ভোলা-চরফ্যাশন সড়কে এসে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।