ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

পীরগাছায় ইয়াবাসহ এসআই আটক

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, এপ্রিল ১৬, ২০১৯
পীরগাছায় ইয়াবাসহ এসআই আটক

রংপুর: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার এক উপ-পরিদর্শক (এসআই) ও তার পাঁচ সহযোগীকে রংপুরের পীরগাছা উপজেলা থেকে ইয়াবাসহ আটক করা হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার অন্নদানগর এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- এসআই ইজ্জ্বত আলী, পীরগাছা উপজেলার জাদু লস্কর এলাকার নুরুল ইসলামে ছেলে মামুন মিয়া, একই গ্রামের আব্দুল আজিজের ছেলে আরিফ হোসেন, সাইফুল ইসলামের ছেলে জিয়াউর রহমান, আকতার ভূঁইয়ার ছেলে পিয়াল ও অন্নদানগরের আফসার ভূঁইয়ার ছেলে পিংকু।

 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে বলেন, ইয়াবার একটি বড় চালান হাতবদল হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার অন্নদানগরে অভিযান চালানো হয়। এ সময় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার এসআই ইজ্জ্বত আলী ও স্থানীয় পাঁচ যুবককে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। ইজ্জ্বত অন্নদানগর ইউনিয়নের পঞ্চানন গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি রেজাউল।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্র্রিল ১৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।