ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, এপ্রিল ১৬, ২০১৯
আশুগঞ্জে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আশুগঞ্জ নৌবন্দর। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকেরা। 

সোমবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১২টা এক মিনিট থেকে ঘোষণা করা হলেও মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়।

ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে আসা প্রায় শতাধিক কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকে আছে।

আশুগঞ্জের সঙ্গে দেশের পূর্বাঞ্চলীয় ছয়টি নৌরুটের লঞ্চ যোগাযোগ বন্ধ রয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক একেএম হাবিবুল্লাহ বাহার বাংলানিউজকে বলেন, বেতন-ভাতা বাড়ানো, নিরাপত্তা, নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১ দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।