সোমবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১২টা এক মিনিট থেকে ঘোষণা করা হলেও মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়।
ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে আসা প্রায় শতাধিক কার্গো জাহাজ আশুগঞ্জ নৌবন্দরে আটকে আছে।
এ ব্যাপারে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক একেএম হাবিবুল্লাহ বাহার বাংলানিউজকে বলেন, বেতন-ভাতা বাড়ানো, নিরাপত্তা, নদীপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধসহ ১১ দাবিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসআরএস