ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, এপ্রিল ১৬, ২০১৯
নুসরাতের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে মানববন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি, ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিটি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি জালাল আহমদ জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী সাবের আহমদের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কামরুল হাসান খান, সংগঠনের উপদেষ্টা এনায়েত উল্লাহ বাবু ও ব্যবসায়ী গাজী কামাল প্রমুখ।

বক্তারা বলেন, একবিংশ শতাব্দীতে এরকম বর্বর হত্যাকাণ্ড জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছে। নুসরাত হত্যাকারীরা যাতে কোনোভাবেই পার না পায়, তাদের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদরাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা। এর আগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে করা শ্লীলতাহানির মামলা প্রত্যাহারের জন্য নুসরাতকে চাপ দেয় তারা।

পরে আগুনে ঝলসে যাওয়া নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে নুসরাত মারা যায়।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।