নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালা চাঁদ মণ্ডলের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও একই উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত লাল মণ্ডলের ছেলে বাবু (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোর থেকে উপজেলার শেখ ব্রিকসে কাজ করছিলেন শ্রমিকরা।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) গোপাল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর থেকে ইটভাটার মালিক পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসআরএস