ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

দামুড়হুদায় মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, এপ্রিল ১৬, ২০১৯
দামুড়হুদায় মাটিচাপায় ২ শ্রমিকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার শেখ ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার কেশবপুর গ্রামের মৃত কালা চাঁদ মণ্ডলের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও একই উপজেলার নতুন বাস্তপুর গ্রামের মৃত লাল মণ্ডলের ছেলে বাবু (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোর থেকে উপজেলার শেখ ব্রিকসে কাজ করছিলেন শ্রমিকরা।

পরে সকাল সাড়ে ৮টার দিকে স্তুপ করে রাখা মাটির একটি অংশ ধসে পড়লে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) গোপাল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, এ ঘটনায় দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর থেকে ইটভাটার মালিক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।