সোমবার (১৫ এপ্রিল) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের ১৬ সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
পিএম/ওএইচ/