ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বকশীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে ম্যাজিস্ট্রেটের হানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, এপ্রিল ১৬, ২০১৯
বকশীগঞ্জে বাল্যবিবাহ বন্ধে ম্যাজিস্ট্রেটের হানা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ চলাকালীন ম্যাজিস্ট্রেট হানা দিলে বিয়ের আসর থেকেই পালিয়ে যায় বর।

সোমবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। তবে বরের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর গ্রামের আক্রাম হোসেনের মেয়ে সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নেয়া আখি আক্তারের সঙ্গে ময়মনসিংহ এলাকার এক ছেলের বিয়ের দিন ধার্য করা হয়েছিল।

এ খবর পেয়ে বিয়ে বাড়িতে হানা দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈলা পারভীন।

এদিকে ম্যাজিস্ট্রেট আসার খবর শুনেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বরসহ তার পক্ষের লোকজন।

ঘটনার সত্যতা স্বীকার করে সাঈলা পারভীন জানান, ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না, এ মর্মে অঙ্গীকার নামা দিয়েছে মেয়েটির পরিবার।

বাংলাদেশ সময়: ০৬১১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।