ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, এপ্রিল ১৬, ২০১৯
পাটকল শ্রমিকদের ধর্মঘট স্থগিত

খুলনা: খুলনাসহ সারাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের নয় দফা দাবি আদায়ে ৯৬ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন।

তিনি জানান, ঢাকায় দীর্ঘ বৈঠকের পর ধর্মঘটসহ সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে।

পাটকল শ্রমিকদের ৯৬ ঘন্টার ধর্মঘট চলাকালে ঢাকা শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এছাড়া বিজেএমসির চেয়ারম্যান, পরিচালক, পাটকল শ্রমিকলীগ, সারাদেশের সিবিএ-ননসিবিএ নেতারা উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৫ এপ্রিলের মধ্যে ১০ সপ্তাহর মজুরী পূর্বের হারে এবং তিন মাসের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী ১৮ মে এর মধ্যে মজুরী কমিশন শ্রমিকদের হাজিরা খাতায় লিপিবদ্ধ করার প্রতিশ্রুতিতে এ ধমর্ঘট স্থগিত করা হয়েছে বলেও জানান শাহানা শারমিন।

এর আগে সোমবার ভোর ছয়টা থেকে শুরু হয় এ ধর্মঘট। এসময় শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এমআরএম/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।