ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৯, এপ্রিল ১৬, ২০১৯
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাগুরা: মাগুরার শালিখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্দ্রজিত মজুমদার (২৫) নামে এক যুবকের  মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় শালিখা উপজেলার নরপতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইন্দ্রজিত নরপতি গ্রামের গোবিন্দু মজুমদারে ছেলে।

নরপতি গ্রামের বাসিন্দা অভিজিত বিশ্বাস বাংলানিউজকে জানান, পানি তোলার মটর নষ্ট হয়ে যাওয়ায় মটরটি মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাগুরা শালিখা থানা পুলিশ পরিদর্শক তুরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নরপতি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।