ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বিসিএস ২৫ ফোরামের নেতৃত্বে কামরুল-লতিফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, এপ্রিল ১৬, ২০১৯
বিসিএস ২৫ ফোরামের নেতৃত্বে কামরুল-লতিফ

ঢাকা: বিসিএস ২৫ ফোরাম (সকল ক্যাডার) এর ২০১৯-২০ বছরের নির্বাচনে পানিসম্পদ উপমন্ত্রীর একান্ত সচিব মো. কামরুল আহসান তালুকদার সভাপতি ও জিপিও-এর ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শরিফ লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ এপ্রিল রাতে কারওরান বাজারে ফোরামের নিজস্ব কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই ফোরামে ৩৫ জন ভোটার রয়েছেন।

এর মধ্যে ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
 
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার সভাপতি পদে ২১ ভোট ও পোস্টাল ক্যাডার কর্মকর্তা শরিফ লতিফ ১৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২ বছরের জন্য নির্বাচিত এই কমিটির বাকি পদগুলো সদস্যদের মতামতের ভিত্তিতে শিগগির সভাপতি-সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ করবেন বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।