ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

শাহজালালে ১৮শ’ পিস ইয়াবাসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, এপ্রিল ১৬, ২০১৯
শাহজালালে ১৮শ’ পিস ইয়াবাসহ যাত্রী আটক আর্মড পুলিশের হাতে ইয়াবাসহ আটক যুবক, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ মো. জুবায়ের (৩৬) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।

আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনে অভিযান চালিয়ে জুবায়েরকে আটক করে আর্মড পুলিশ।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পায়ুপথ থেকে ১৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা হবে।

আর্মড পুলিশ আরও জানায়, নভোএয়ারের ফ্লাইট নম্বর ভিকিউ ৯৩৮ যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে জুবায়ের। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার ‘ল’ দক্ষিণ ঝালিয়াপাড়ার রফিক ওরফে পুতুইন্যার ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, আটক জুবায়েরের বিরুদ্ধে আগের চারটি মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।