ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৮, এপ্রিল ১৫, ২০১৯
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রিকশা আরোহীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় বাসের ধাক্কায় খোকন মিয়া (৪০) নামে এক রিকশা আরোহীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি  নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন ও স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

খোকনের সঙ্গে থাকা রিকশার অপর আরোহী কামাল সরদার জানান, তার কাঁচপুরে একটি গ্যারেজে আছে। গাড়ির পার্টস কিনতে খোকনকে সঙ্গে নিয়ে তিনি রাজধানীর ধোলাইখাল আসেন। পরে সেখান থেকে রিকশা নিয়ে মীরহাজীরবাগ এলাকায় পৌঁছালে পেছন থেকে বাহাদুরশাহ পরিবহন নামে একটি বাস তাদের রিকশাকে ধাক্কা দেয়। এতে খোকন ছিটকে রাস্তায় পড়ে গেলে বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, বাসটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।