ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৮, এপ্রিল ১৫, ২০১৯
প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও সৈয়দ শাহেদ রেজা/ছবি: পিআইডি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও সঙ্গে ছিলেন।

সোমবার (১৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাতে আন্তর্জাতিক প্রশিক্ষণ, বিদেশে দল পাঠানোসহ ক্রীড়াঙ্গনের সার্বিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়।

 

এসময় ক্রীড়াঙ্গনের বিভিন্ন ডিসিপ্লিনে আগামী জাতীয় বাজেটে যাতে যথেষ্ট বরাদ্দ থাকে সে বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।