রোববার (১৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলার চরমনসা খাজা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরী।
জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে মতবিনিয়ম সভায় বক্তব্য রাখেন-সংগঠনের মহাসচিব তাজুল ইসলাম ফরাজী, কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ ছিদ্দিকী ও লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ছাইফ উল্যা হেলালসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা।
এসময় বক্তরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং নিয়মানুযায়ী নিয়োগপ্রাপ্ত সব শিক্ষককে বহাল রাখার দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসআর/ওএইচ/