রোববার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনায় রাব্বি হাওলাদার (১৮) নামে এক যুবককে অভিযুক্ত করে ঝালকাঠি সদর থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুটির মা। এর আগে শনিবার (১৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলার সময় বখাটে রাব্বি শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। লোকজন না থাকায় ঘরের ভেতরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এলে রাব্বি পালিয়ে যায়।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বাংলানিউজকে জানান, অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএস/ওএইচ/