বোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বালাসিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ইমন গাইবান্ধা সদরের ত্রিমোহনি এলাকার শাহীন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বালাসিঘাটে বহ্মপুত্র নদে গোসল করতে নামে ইমন ও তার তিন বন্ধু। চারজনের মধ্যে শুধু একজন সাঁতার জানতো। এক পর্যায়ে নদের গভীরস্থানে ইমনসহ তিনজন ডুবে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দুই জনকে উদ্ধার করলেও ইমন নিখোঁজ হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন বাংলানিউজকে জানান, পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইমনের কোনো সন্ধান মেলেনি।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এনটি