ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে শিক্ষকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, এপ্রিল ১৪, ২০১৯
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে শিক্ষকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে সত্যরঞ্জন মণ্ডল না‌মে এক শিক্ষ‌কের মৃত্যু হ‌য়ে‌ছে।

রোববার (১৪ এ‌প্রিল) দুপুর ২টার দিকে উপ‌জেলার পূর্ব কাদাকাটি গ্রা‌মে এ দুর্ঘটনা ঘ‌টে।  

সত্যরঞ্জন মণ্ডল কাদাকা‌টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পূর্বকাদাকাটি গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলা‌নিউজ‌কে বলেন, দুপুরে সত্যরঞ্জন মণ্ডল বাড়ি‌তে কাজ করছিলেন। এসময় বিদ্যু‌তের খোলা তা‌রে জ‌ড়ি‌য়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।