ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

ফেনীতে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, এপ্রিল ১৪, ২০১৯
ফেনীতে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

ফেনী: ফেনীতে বর্ষবরণ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। 

রোববার (১৪ এপ্রিল) সকাল ১০টায় ফেনী রাজাঝির দিঘীপাড়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।  

এসময় আরো উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জয়েন উদ্দিন, জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন চৌধুরী, ফেনীর সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. খালেদ হোসেন, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমার বিকম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান, ফেনী জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) হাফেজ আহম্মদ।

 

মেলায় ৩০টি স্টল অংশ নেয়। এসব স্টলে থাকছে গ্রাম বাংলার ঐতিহ্যের নানা আয়োজন।

এছাড়াও মেলার পাশে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক আয়োজন। এতে অংশগ্রহণ করছে ফেনীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

এদিকে, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে উপজেলাগুলোতেও। ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে খৈ, মুড়ি, মুড়কি, পান্তাসহ নানা ধরনের খাওয়া, বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।