ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

দেশবাসীকে বিমান প্রতিমন্ত্রীর বাংলা নববর্ষের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪১, এপ্রিল ১৪, ২০১৯
দেশবাসীকে বিমান প্রতিমন্ত্রীর বাংলা নববর্ষের শুভেচ্ছা

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। 

রোববার (১৪ এপ্রিল) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।  

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আমরা এ দেশ পেয়েছি।

নববর্ষের এ দিনে আমরা তাকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। নববর্ষের দৃপ্ত শপথ হোক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা বেগবান করা।  

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
টিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।