ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

নানা আয়োজনে জয়পুরহাটে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, এপ্রিল ১৪, ২০১৯
নানা আয়োজনে জয়পুরহাটে উদযাপন হচ্ছে পহেলা বৈশাখ বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: সারাদেশের মতো নানা আয়োজনে জয়পুরহাটে উদযাপন করা হচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী উৎসব বাংলা নববর্ষ-১৪২৬। 

রোববার (১৪ এপ্রিল) সকালে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

 

শেষে জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকির হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।