ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

এবার ছাত্রী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২৮, এপ্রিল ১৪, ২০১৯
এবার ছাত্রী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার   এবার ছাত্রী ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

কুমিল্লা: কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ১৫ বছর বয়সী ছাত্রী ধর্ষণের অভিযোগে মাহফুজুর রহমান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মাহফুজুর রহমান উপজেলার  ছোটশালঘর দক্ষিণ পাড়া বাইতুল ফালাহ্ মসজিদের ইমাম।

শনিবার (১৩ এপ্রিল) রাতে পুলিশ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোটশালঘর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম মাহফুজুর রহমান মসজিদের পাশে তার শোবার ঘরে শুক্রবার সকাল ১০ টার সময় জোর পূর্বক ওই ছাত্রীকে  ধর্ষণ করে।

এমন খবর পেয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ ফোর্স ধর্ষককে গ্রেফতার করে ধর্ষিত ছাত্রীকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বাংলানিউজকে 
জানান, আমরা ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছি। সেই সাথে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। জিঙ্গাসাবাদের জন্য তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০২২৭ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৯
এমএএম/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।