ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

বৈশাখী ঝড়ে চৈত্রসংক্রান্তির আয়োজন পণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, এপ্রিল ১৪, ২০১৯
বৈশাখী ঝড়ে চৈত্রসংক্রান্তির আয়োজন পণ্ড

ঢাকা: বছরের শেষ দিনে চৈত্র সংক্রান্তির সব আয়োজন পণ্ড করে দিয়েছে কালবৈশাখী ঝড়। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। 

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দেখা যায়, পহেলা বৈশাখ উদযাপনে সারাদেশ মেতে উঠলেও বরাবরের মতো কিছুটা চৈত্র সংক্রান্তিতে ব্যতিক্রম আয়োজন করে শিল্পকলা একাডেমি।  

কিন্তু চৈত্রের শেষ বিকেলের ঝড় সেই আয়োজনকে পণ্ড করে দিয়েছে।

শিল্পকলার মাঠে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বানানো মঞ্চ ঝড়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক মাসুদ সুমন বাংলানিউজকে বলেন, একাডেমি প্রাঙ্গণে চৈত্র সংক্রান্তির উৎসব ঝড়ের কারণে স্থগিত করা হয়েছে। তবে রোববার (১৪ এপ্রিল) সকাল ৮টায় শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে বর্ষবরণের অনুষ্ঠান সকাল ৮টায় শুরু হবে। আর বিকেলে হবে একডেমি প্রাঙ্গণে।  

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
জিসিজি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।