ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

কচুক্ষেতে মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩১, এপ্রিল ১৩, ২০১৯
কচুক্ষেতে মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ

বরিশাল: বরিশালে নিখোঁজের একদিন পর মকবুল কাজী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ বাড়ির পার্শ্ববর্তী কচুক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোতয়ালি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত মকবুল কাজী বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাস টারবাইন এলাকার মৃধা বাড়ির বাসিন্দা মৃত আতাহার কাজীর ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) এসআই মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে মকবুল কাজী নিখোঁজ ছিলো।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি কচুক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরেদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

এসআই মোস্তাফিজ বলেন, মৃত ব্যক্তির স্বজনদের দাবি মকবুল কাজীর মানসিক সমস্যা ছিলো। তাছাড়া মরদেহে আঘাতের কোনো আলামত নেই। তাই ময়না তদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।