রোববার (০৭ এপ্রিল) দুপুরে ভূরুঙ্গামারী বাজারে স্থানীয়রা ১১৫০ টাকা কেজি দরে বাঘাইড়টি কিনে নেন।
এর আগে ভোরে দুধকুমার নদের সোনাহাট ব্রিজের কাছে রফিকুল ইসলাম নামে এক জেলের জালে মাছটি আটকা পড়ে।
স্থানীয় জেলে রফিকুল ইসলাম জানান, রাতভর দুধকুমার নদে জাল দিয়ে মাছ ধরার পর সোনাহাট ব্রিজের কাছে ভোরে জালে মাছটি আটকায়। পরে একা জাল টানতে না পেরে স্থানীয়দের সহায়তায় মাছটি নদী থেকে উপরে তোলা হয়। স্থানীয়রা মাছটি ১১৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।
যৌথভাবে মাছটির ক্রেতা এমদাদুল হক মন্টু বাংলানিউজকে জানায়, এতোবড় আকারের নদীর মাছ এখন তেমন একটা চোখে পড়ে না।
ভূরুঙ্গামারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফারাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বড় আকারের বাঘাইড় পাওয়ার খবর জানতে পেরেছি। স্থানীয়রা এরকম বড় একটি মাছ কিনে খুশি হয়েছেন, আবার কেউ কেউ দেখেও আনন্দ পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এফইএস/জেডএস