ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

ববিতে ১২ দফা দাবিতে কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, এপ্রিল ৭, ২০১৯
ববিতে ১২ দফা দাবিতে কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ঢাকা: অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (গ্রেড: ১৭-২০) কর্মচারী কল্যাণ পরিষদ।

রোববার (৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

সংগঠনের সভাপতি মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী শরীফ, সাবেক সভাপতি শাহাজাদা খান, মো. পারভেজসহ পরিষদের অন্যান্য নেতারা।

মানববন্ধনে সভাপতি হাসানুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন বছর ধরে আমাদের দাবির বিষয়ে জানিয়ে আসছি। এখন নতুন পরিষদের পক্ষ থেকে ১২ দফা দাবির বিষয়ে জানানো হয়েছে। আশা করি, আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বারবার লিখিতভাবে আমাদের দাবিগুলো জানানোর কথা ছিলো। কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে, দ্রুত সময়ের মধ্যে লিখিতভাবে আমাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে।

বাংলাদেশ সময: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।