ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

জাতীয়

অ্যালার্ট ঘোষণা আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, এপ্রিল ৭, ২০১৯
অ্যালার্ট ঘোষণা আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

ঢাকা: বাংলাদেশে কিছুদিন পরপর অ্যালার্ট ঘোষণা করার বিষয়টি আমেরিকার অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার (০৭ এপ্রিল) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে সার্কভুক্ত দেশের পুলিশ সদস্যদের একটি ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এমন কিছুই হয়নি যে এদেশে আমেরিকার অ্যালার্ট ঘোষণা করতে হবে।

কিছুদিন পরপর তারা এ কাজটি করে থাকে। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কেন তারা এমন করছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘প্যারোলে মুক্তির’ বিষয়ে এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। আবেদন করা হলে বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৯ এপ্রিল পাবনাতে ৬শ’ ১৪ জন চরমপন্থী আত্মসমর্পণ করতে যাচ্ছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সরকার সব ধরনের সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।