ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

পার্বতীপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, এপ্রিল ৬, ২০১৯
পার্বতীপুরে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে অটোরাইস মিলের ছাদ থেকে পড়ে জাহিদুল ইসলাম (৩৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (০৬ এপ্রিল) দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ১০টার দিকে মিলের টিনের ছাউনির ওপর থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

জাহিদুল উপজেলার ১ নম্বর ইউনিয়নের হরিরামপুর পাটোয়ারীপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি পার্বতীপুর শহরতলিতে মেসার্স হক অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

জানা গেছে, সকালে ওই মিলের টিনের ছাউনির ওপর উঠে পরিষ্কার করার জন্য ঝাড়ু দেওয়ার সময় অসাবধনতায় নিচে পড়ে যান জাহিদুল। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।