ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, এপ্রিল ৬, ২০১৯
গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেনা সদস্য নিহত

নাটোর: নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৩৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (০৬ এপ্রিল) দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িবামনগাড়া গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  

আনোয়ার একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

তিনি ঢাকার সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। দুই দিনের অনুমোদিত ছুটিতে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে বাড়িতে আসেন এই সেনা সদস্য।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা লাগাতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে গুরুদাস উপজেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।