ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৬, এপ্রিল ৪, ২০১৯
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা কেন্দ্রের সামনে বেইলি ব্রিজের পাটাতন খুলে ট্রাক আটকে থাকায় যানচলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটকসহ ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় একটি পাটাতন খসে চাকা দেবে যায়। ফলে খাগড়াছড়ির সঙ্গে দীঘিনালা ও রাঙামটির সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ব্রিজের দু’পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন। বাজারের দিন হওয়ায় শত শত যাত্রী দুর্ভোগের শিকার হচ্ছেন।
 
খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বাংলানিউজকে জানান, সকালে অতিরিক্ত সিমেন্ট বোঝাই একটি ট্রাক উঠে পড়লে বেইলি ব্রিজটি ধসে পড়ে। ট্রাক থেকে সিমেন্ট আনলোড করে দ্রুত ধসে পড়া ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে।
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।