ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

রাজাপুরে কলেজছাত্র শুভর হত্যাকারীদের বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৭, এপ্রিল ৩, ২০১৯
রাজাপুরে কলেজছাত্র শুভর হত্যাকারীদের বিচার দাবি মানববন্ধনে শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান শুভর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। 

বুধবার (৩ এপ্রিল) সকালে বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধনের আয়োজন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মনিরউজ্জমান, উপাধ্যক্ষ গাজী জসিম উদ্দিন, শুভর বাবা আব্দুল্লাহ আল মাহবুব, মা নাছিমা বেগম ও শুভর সহপাঠী মোস্তফা কামাল ও তরিকুল ইসলাম প্রমুখ।

 

বক্তারা বলেন, গত ২৫ মার্চ রাতে বাসা থেকে ডেকে নিয়ে শুভকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শুভর বাবা মাহবুব বাদী হয়ে ২০ জনকে আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখনও জড়িতদের গ্রেফতার করতে পারেনি।  

দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান বক্তরা।  

মানববন্ধনে বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজ, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয় ও মধ্য বড়ইয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।  

বাংলা‌দেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।