বুধবার (৩ এপ্রিল) দুপুরে আটক মাদক বিক্রেতাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর মহল্লার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুরের রুবিনা (২৬), শিলা (৩৬) ও রুহুল আমীন (২৬)।
ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ইসলাম বাংলানিউজকে বলেন, কয়েক দিন আগে বরিশালে নাসির নামে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হন। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে নাসির সাভারের রাজফুলবাড়ির শোভাপুরে মাদক বিক্রির কথা জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলে নগদ ৫০ হাজার টাকা, ১৪ হাজার ৯০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ দুই নারী এবং একজন পুরুষকে আটক করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশে সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
জিপি