ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

সাভারে ১৪ হাজার ইয়াবাসহ আটক ৩

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৬, এপ্রিল ৩, ২০১৯
সাভারে ১৪ হাজার ইয়াবাসহ আটক ৩

সাভার (ঢাকা): সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে ১৪ হাজার ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে আটক মাদক বিক্রেতাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর মহল্লার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুরের রুবিনা (২৬), শিলা (৩৬) ও রুহুল আমীন (২৬)।

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ইসলাম বাংলানিউজকে বলেন, কয়েক দিন আগে বরিশালে নাসির নামে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হন। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে নাসির সাভারের রাজফুলবাড়ির শোভাপুরে মাদক বিক্রির কথা জানান। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলে নগদ ৫০ হাজার টাকা, ১৪ হাজার ৯০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ দুই নারী এবং একজন পুরুষকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশে সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।