বুধবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালক লালচান লক্ষ্মীপর গ্রামের বাসিন্দা ও যাত্রী আজিজুল পূর্বধলা উপজেলার লাঠুনীয়া গ্রামের বাসিন্দা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পূর্বধলা থেকে অটোরিকশাটি দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। পরে শুকনাকুড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রলি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ও এক যাত্রীর মারা যান। এ ঘটনা আরও তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। তাকে আটক করতে চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
জিপি