বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খাদেমুল রংপুর সদর উপজেলার উত্তর বিড়াবাড়ী গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।
খাদেমুলের সহকর্মী মানিক মিয়া জানান, সকালে নির্মাণাধীন ভবনের ছাদে রড তোলার সময় হাসপাতালের অপর একটি ভবনের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খাদেমুল ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক মো. মিরাজুল মুহ্সিন বাংলানিউজকে বলেন, এটি একটি দুর্ঘটনা। এর জন্য কাউকে দায়ী করা অনর্থক। আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
আরআইএস/