ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

শহীদ মিনারে কুমার গণেশকে শেষ বিদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, এপ্রিল ৩, ২০১৯
শহীদ মিনারে কুমার গণেশকে শেষ বিদায় কুমার গণেশ পালের শবদেহে শ্রদ্ধা জানাচ্ছেন আরিফুল হক চৌধুরী, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আলোকচিত্রী কুমার গণেশ পালকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বুধবার (৩ এপ্রিল) দুপুর আড়াইটায় তার শবদেহ শহীদ মিনারে নেওয়া হয়।

এসময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ফুলেল শ্রদ্ধা জানান।

 

এরপর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তারা কুমার গণেশ পালের স্বজনদের শান্তনা দেন। সেখান থেকে বিকেল ৩টায় শবদেহের শেষকৃত্যানুষ্ঠানের জন্য চালিবন্দর শশ্মানঘাটে নিয়ে যাওয়া হয়।
কুমার গণেশ পালের শবদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বদরউদ্দিন আহমদ কামরান, ছবি: বাংলানিউজমঙ্গলবার (২ এপ্রিল) রাতে সুনামগঞ্জের যাদুকাটা নদীতে পুণ্যতীর্থ শেষে সিলেটে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন কুমার গণেশ পাল। তাৎক্ষণিকভাবে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।