বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে ওই ব্যক্তি ভেড়ামারা রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় খুলনা থেকে রাজশাহীগামী আন্তনগর ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মহদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯
এনটি