ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চাই: রীভা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, এপ্রিল ৩, ২০১৯
প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চাই: রীভা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রীভা গাঙ্গুলী

ঢাকা: বাংলাদেশ ও ভারতের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। এছাড়া রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী।

বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা আমার প্রথম বৈঠক। আমরা পারস্পরিক প্রতিবেশী দেশ। আমাদের মধ্যে গভীর ও চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে চাই।  

তিনি বলেন, বৈঠকে দু'দেশের মানুষে মানুষে যোগাযোগ, কানেক্টিভিটি, বিদ্যুৎ সহযোগিতা, ক্রেডিট লাইনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।  

এক প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন, রোহিঙ্গাদের জন্য ভারতের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এদিকে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের জানান, দু’দেশের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।  

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তন হলেও দু'দেশের সম্পর্ক অটুট থাকবে।

বাংলাদেশ সময়: ১৪১০ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৯ 
টিআর/এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।