ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৩, এপ্রিল ৩, ২০১৯
নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ জনের কারাদণ্ড

বরিশাল: বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এর আগে ড্রেজার মেশিনসহ তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল (২৫), মো. সবুজ (২৫), মো. রেজাউল (৩০), মো. জসিম হাওলাদার (৪৫) ও মো. মহসিন (৩৬) ।

অভিযানের সময় কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানসহ সদস্যরা সহযোগিতা করেন।

ভবিষ্যতেও জেলা প্রশাসনের এ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

বাংলা‌দেশ সময়: ১৪৫২ ঘন্টা, এপ্রিল ০৩, ২০১৯
এমএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।