ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

নৌকাডুবির ২ দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, এপ্রিল ২, ২০১৯
নৌকাডুবির ২ দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ীতে পদ্মা নদীর চর নারায়ণপুর এলাকায় মাছ ধরতে গিয়ে ঝড়ে নৌকা ডুবির দুই দিন পর আপন দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৭টায় ও দুপুর দেড়টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার ধল্লাপড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দু’টি উদ্ধার করে গ্রামবাসী। এর আগে রোববার (৩১ মার্চ) সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন- জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাউজানি গ্রামের হাতেম সরদারের ছেলে বাবলু সরদার (৩৪) ও তার ছোটা ভাই জীবন সরদার (১৪)।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়না-তদন্ত ছাড়াই মরদেহ ধর্মীয় বিধি মোতাবেক দাফনের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।