ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

জাতীয়

শরীয়তপুরে মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, এপ্রিল ২, ২০১৯
শরীয়তপুরে মাদকসেবীর কারাদণ্ড

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলায় মাহবুব হোসেন ওরফে মুকুল মল্লিক (৩৮) নামে এক মাদকসেবীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুর রহমান শেখ এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত কুমুল সদর উপজেলার দাসার্ত্তা কুরাশি গ্রামের দ্বীন মোহাম্মদ মল্লিকের ছেলে।

ইউএনও মাহবুর রহমান শেখ বাংলানিউজকে বলেন, সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা মুকুল মল্লিককে ১০০ গ্রাম গাজাসহ বাড়ি থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।