ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

এফ আর টাওয়ারে আগুন: যন্ত্র অকার্যকর, জরুরি এক্সিট বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, মার্চ ৩০, ২০১৯
এফ আর টাওয়ারে আগুন: যন্ত্র অকার্যকর, জরুরি এক্সিট বন্ধ পুড়ে যাওয়া এফ আর টাওয়ারের ফাইল ছবি

ঢাকা: বনানীর এফ আর টাওয়ারের অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিল। পাশাপাশি ভবনটিতে যে একটি ইমারজেন্সি এক্সিট বা জরুরি বহির্গমন পথ আছে সেটিও ছিল বন্ধ। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দলের আহ্বায়ক অরুণ শিকদার।

শনিবার (৩০ মার্চ) সকালে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শনে আসে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস থেকে গঠিত তদন্ত দলকে সঙ্গে নিয়ে ভবনে প্রবেশ করেন তারা।

 

ভবনে প্রাথমিক পরিদর্শন এবং তদন্ত করে বেরিয়ে এসে অরুণ শিকদার বলেন, আমরা প্রাথমিকভাবে দেখেছি। পূর্ণাঙ্গ তদন্ত করতে আরও সময় লাগবে। তবে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখেছি তার সারমর্ম হচ্ছে, ভবনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্র অকার্যকর ছিল। আর একটি ইমারজেন্সি এক্সিট আমরা দেখেছি। তবে সেটি বন্ধ ছিল।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, পূর্ণাঙ্গ তদন্ত শেষে, সবাই মিলে একটি বৈঠকে বসবেন। বৈঠক থেকে একটি উপসংহারে আসা হবে। এছাড়াও বুয়েট তদন্ত দলের প্রতিবেদন সাপেক্ষে ভবন খুলে দেওয়ার বিষয়টি পুনর্ব্যক্ত করে তদন্ত দল।

এছাড়া এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের সময় ৮, ৯ ও ১০ নম্বর ফ্লোরে যারা ছিলেন রোববার (৩১ মার্চ) তাদের বক্তব্য শুনবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল।  

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ২৩তলা সুউচ্চ ভবনটিতে অগ্নিকাণ্ডে শেষ খবর পর্যন্ত ২৫ জনের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এসএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ